সিরাজগঞ্জের হাসপাতালে নিজের চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার ভাগ্য হলোনা গৃহবধূ রোকেয়ার (৪৪)। সে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া আঞ্চলিক সড়কের মাদলা বেইলী ব্রিজ এলাকায়। সে শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লার আব্দুল মতিনের স্ত্রী। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গৃহবধূ নিজের চিকিৎসার জন্য বৃহস্প্রতিবার দুপুরের দিকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। চিকিৎসা নিয়ে বিকেলে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় রাতেই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।